ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

সাতক্ষীরার দেবহাটায় সরকারি কেবিএ কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র চুক্তি স্বাক্ষর

আবু বক্কার সিদ্দিক, সাতক্ষীরা : | প্রকাশের সময় : সোমবার ১৫ জুলাই ২০২৪ ০৮:১৯:০০ অপরাহ্ন | খুলনা

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রদের বিভিন্ন ফি অনলাইন ব্যাংকিং এ জমা দিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার সাথে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ কর্তৃপক্ষের সাথে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। 

কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শাহ আলম ও সরকারি খান খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী। 

পারুলিয়া শাখার সেকেন্ড অফিসার তপন মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর এজিএম প্রহলদ কুমার মাখাল, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও জীববিজ্ঞানের শিক্ষক মো: আবু তালেব। 

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা সহ অত্র ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভা শেষে শিক্ষার্থী কর্তৃক কলেজের সমস্ত ফিসাদি অনলাইনের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে পরিশোধের নিমিত্তে পূর্ব প্রস্তুতকৃত স্ট্যাম্পে কলেজ ও ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর পরবর্তী ফাইল হস্তান্তর করা হয়।