ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

মাহমুদুল হাসান শাওন, সাতক্ষীরা: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ ১১:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

সাতক্ষীরা বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতি কালে দেশী অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে বাইপাস সড়কের লাবসায় এআটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন পিরোজপুর জেলার বড়বিড়াল ঝুড়ি এলাকার আবুল বাশার হাওলাদারের ছেলে মোঃ রুবেল (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার নয়াকান্দি এলাকার মৃত হোসেন হাওলাদারের ছেলে মোঃ নাসির হাওলাদার (৪৮), খুলনা রুপসা রাজাপুর দেয়াড়ার আইজুল হাওলাদারের ছেলে মোঃ পারভেজ রানা ওরফে খোকন (৩৫), পিরোজপুর জেলার মাঠবাড়িয়া হোতখালির এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ আঃ কুদ্দুস মিয়া (৫২), খুলনা রুপসা এলাকার মোঃ হামেদ হাওলাদারের ছেলে মোঃ শহিদুল হাওলাদারকে

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, থানার বিশেষ অভিযান টিমের এসআই মোঃ সাইদুজ্জামান, এসআই তন্ময় কুমার দেবনাথ, এএসআই সুমন আলী, এএসআই ইয়ার আলীদের সহায়তায় রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের দেবনগর এলাকায় আসাদ মেম্বরের ঘেরের উত্তর পাশে বাইপাস ব্রিজের উপর হতে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি লোহার বাট যুক্ত ধারালো দা (বাট সহ লম্বা অনুমান ১৪ ইঞ্চি), একটি কাঠের বাট যুক্ত ছুরি (বাট সহ লম্বা ১৫ ইঞ্চি), একটি কাঠেরবাট সহ লোহার ছুরি (লম্বা ১৮ ইঞ্চি), একটি লোহার রড (লম্বা অনুমান ২৫ ইঞ্চি), একটি লোহার রড (লম্বা অনুমান ২৬ ইঞ্চি) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।