সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ১৬ বছরের কিশোরের সাথে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে উভয় পরিবারের অভিভাবকের ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এ জরিমানা করেন। এর আগে সকাল উপজেলার খলিসখালী ইউনিয়নের গনেশপুর গ্রাম উক্ত কিশোর-কিশোরীর বাল্যবিবাহ দেয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জোলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে খলিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রের সাথে খলিসখালী শবে বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের খবর পান তারা। এরপর ঘটনা স্থলে গিয়ে তারা এর সত্যতা পান। এক পর্যায় বাল্যবিবাহ সহযোগিতার দায়ে তাদের দুই পরিবারের অভিভাবকদের ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া বাল্যবিবাহ নিষেধাজ্ঞা, জরিমানার টাকা না দিলে অনাদায়ে প্রত্যককে পনের দিনের জেল এবং অভিভাবকদের মুচলোকা গ্রহণ করা হয়। এ সময় তারা জরিমানার নগদ ৬০ হাজার টাকা পরিশোধ করেন।
তিনি আরও জানান, খলিসখালী ইউনিয়নের ম্যারজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, ডি ডি এল জি এবং জেলা রেজিস্টারকে পত্র দেয়া হবে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ