ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ০৫:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কেয়ারবিল এলাকায় মেসার্স রাকিন ব্রিকস ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকারক টায়ারের কালি জ্বালানি হিসেবে ব্যবহার করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইটভাটার মালিক সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার সরকারি পরিচালক শরিফুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমান আদালতের বিচারক প্রণয় বিশ্বাস জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কেয়ারবিল গ্রামে অবস্থিত মেসার্স রাকিন ব্রিকসে অভিযান চালানো হয়। সেখানে টায়ারের কালি জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযানে ৩০ বস্তা টায়ারের কালি জব্দ করা হয় এবং তা বিনষ্ট করা হয়।

 

তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ কার্যক্রম বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।