ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সার্বিক কর্ম মূল্যায়নে ময়মনসিংহ বিভাগে বকশীগঞ্জ থানা শ্রেষ্ঠ থানা

জামালপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ ০৬:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

সার্বিক কর্মমূল্যায়নে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ থানা মনোনীত হয়েছে জামালপুর জেলার বকশীগঞ্জ থানা। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। 

জানা যায়, বিগত এক মাসের কর্মমূল্যায়নে জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমদের নির্দেশে বকশীগঞ্জ থানায় ওয়ারেন্ট নিস্পিত্তি হয়েছে ১০৮টি, সিডিএমএলের মাধ্যমে মামলা নিস্পত্তি হয়েছে ২৭টি, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ১ জন। উদ্ধার হয়েছে ২০ বোতল ফেন্সিডিল, ৪ পিছ ইয়াবা, ২ গ্রাম হেরোইন, চোরাই অটোভ্যান উদ্ধার হয়েছে ১টি, চোরাই ট্রাক উদ্ধার হয়েছে ১টি ও ২ জন ভিকটিম উদ্ধারসহ নানা কর্মমূল্যায়ন করে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে ময়মনসিংহ বিভাগে বকশীগঞ্জ থানাকে শ্রেষ্ঠ ঘোষনা করা হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, পুলিশ সুপারের সঠিক দিক নির্দেশনার কারণেই থানার অফিসার ও কনেষ্টেবলরা কাজে উৎসাহ পেয়েছে। যার ফলেই ময়মনসিংহ বিভাগে বকশীগঞ্জ থানা শ্রেষ্ঠত্বের সম্মান অর্জণ করতে সক্ষম হয়েছে। এ কারলে বকশীগঞ্জবাসীর প্রতিও আমি কৃতজ্ঞ।