ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি মিতু, আজমাইন সাধারণ সম্পাদক

শাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৬ মার্চ ২০২৪ ০৭:৫২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার ভিত্তিক সংগঠন 'সাস্ট ক্যারিয়ার ক্লাব'র ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাবরিনা আফরোজ মিতুকে সভাপতি এবং ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আজমাইন আবরেসামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকালে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে ১৫ মার্চ রাতে সিলেটের গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টে সংগঠন কর্তৃক আয়োজিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি সাকিব হাসান রাসেল। এতে সঞ্চালনায় ছিলেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জুবাইর আহসান।

নতুন কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং দশম কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্যবৃন্দ।

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসনিক) মো. তানভীর মাহতাব, সহ-সভাপতি (জনসংযোগ) আফসানা ইসলাম শিফা, অর্থ সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, স্কুল অব নলেজ ডেভেলপমেন্টের সহ-সভাপতি সারওয়াত কাশফি কনয় ও যুগ্ম সম্পাদক লাবিব ফারহান, স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট এর সহ-সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান ও যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রবিন, স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্টের সহ-সভাপতি সাব্বির হোসাইন নিপু ও যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রোজ মানোনীত হয়েছেন।

কমিটিতে নির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে আয়মান আওসাফ ও রাফিদ উল-ইসলাম, নির্বাহী অর্থ সম্পাদক রাহাত শিপার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ফারাবি, অফিস সম্পাদক এস কে তানজিম জামান সুপ্ত, জনসংযোগ সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ সাব্বির, কর্পোরেট সম্পর্ক সম্পাদক তনুশ্রী দেবনাথ, প্রকাশনা সম্পাদক সাদিয়া আক্তার সানি, প্রচার সম্পাদক নোমান বিন মোহাম্মদ, প্রকাশক সম্পাদক সারাহ জাবিন মন্ডল শোভা, আইটি এবং ডিজাইন সম্পাদক মিফতাহুল জান্নাত জেসিকা, খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক ইত্তেহাদ ইসলাম আদিব, স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক জায়মা রহমান, স্কুল অব স্কিল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. ফাহিম রহমান ও স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রিফাত আল ফাহিম মনোনীত হয়েছেন।

নতুন এই কমিটির সহকারী অর্থ সম্পাদক হিসেবে শাহরিয়ার সুলতান হামিম, জিহান সুলতানা ও আসাদুজ্জামান আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা নেওয়াজ, গাজি আমানুল হক ও ইয়াসিন আরাফাত রুদ্র, সহ-সাধারণ সম্পাদক আবদুল আহাদ, মাহফুজা নাওয়ার ও জেমিমা জামান সিলিয়া, সহকারী অফিস সম্পাদক অংকন পাল, সহকারী কর্পোরেট সম্পর্ক সম্পাদক ইউনুস কবির, সহকারী প্রকাশনা সম্পাদক নিশাত আনজুম।

সহকারী জনসংযোগ সম্পাদক নাজিফা নাওয়ার ঈশিকা, সহকারী প্রকাশন সম্পাদক রুহিয়া রহমান তানহা, সহকারী প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মিশু, সহকারী আইটি এবং ডিজাইন সহকারী সম্পাদক দেলওয়ার হোসাইন ইমরান ও শাফকাত আহমেদ, সহকারী খেলাধুলা ও সাংস্কৃতিক আরমান, স্কুল অব নলেজ ডেভেলপমেন্টের সহকারী পরিচালক শাওন দেবনাথ, ত্রিমা চক্রবর্তী ও মো: কামরুল ইসলাম ফাহিম, স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট এর সহকারী পরিচালক সাইমন বিন সাদিক, ইউসরা আফনান ও রনি মিয়া, স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্টের সহকারী পরিচালক মো রিফাত হালদার, খায়রুল ইসলাম তুহেল ও শহীদ জামানকে মনোনীত করা হয়েছে।