মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তকে উদ্দেশ্যে করে রোমান বলেছেন, আমাদের মানিকগঞ্জে বিএনপিকে শক্তিশালী করতে হলে কিছু বেইমান আছে তাদের সায়েস্তা করতে হবে। সেই বেইমানটা সাড়া মানিকগঞ্জে কমিটি মানেননা। আমরা জানি আপনি এ আসন থেকে আগামীতে ক্যান্ডিডেট হতে যায়গায় যায়গায় ঘুরছেন। আপনি এর আগে সিংগাইর থেকে আফরোজা খানম রিতা কে ফেল করিয়েছিলেন। কৌশলে সহজ সরল ভোটারদের ধানের শিষে ভোট না দিয়ে উল্টো নৌকায় ভোট দিতে বলে দেশ ছেড়ে পালিয়েছিলেন। সেই বেইমানির কথা এখনও লোকজন ভুলে নাই। এবার জনগনদের সাথে নিয়ে সেই বেইমানির পাল্টা জবাব দেয়া হবে। তাই সামনের দিনগুলিও আমাদের খুব বুঝেশুনে চলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ সফলের উদ্দেশ্যে গত সোমবার (২০ জানুয়ারী) বেলা সাড়ে ৩ টার দিকে সিংগাইরের জামির্ত্তা সত্ত গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে থানা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান এসব বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা। তিনি বলেন, ছাত্র-জনতার গণভূথ্থানের মধ্য দিয়ে এবং শত শত নিষ্পাপ প্রাণের বিনিময়ে আজকে আমাদের অর্জিত এ স্বাধীনতার রক্ষা আমাদের করতে হবে। কোথাও আওয়ামীলীগ নেই। কিন্তু তাদের প্রেতাত্মারা এখন ঘুরঘুর করবে বিএনপিতে ঢুকতে। এ বিষয়ে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে আমাদের।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির। জিন্নাহ তার বক্তব্যে বলেন, আমাদের দলের মধ্যে সুশৃঙ্খলতা বজায় রেখে কাধে কাধ মিলিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে আফরোজা খানম রিতা আপার নির্দেশ পালন করতে হবে। কোন প্রকার বিভাজন না করে সামনের দিনগুলিকে পার করতে হবে।
জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সম্পাদক এসএম ইকবাল হোসেন, সিংগাইর থানা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান প্রমূখ।
জামির্ত্তা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশরাফ খান ও থানা যুবদল নেতা এ্যাডেভোকেট জাকির হোসেন বেলায়েত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংগাইর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, থানা যুবদলের আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক ভিপি জাকির হোসেন বেলায়েত, থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মাহমুদুর রহমান রনি, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিকুল ইসলাম, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান হোসেন, চান্দহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানভীর সর্দার প্রমূখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ