ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

সিডরের ১৬ বছর পরও আতঙ্ক কাটেনি

মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা(বরগুনা) | প্রকাশের সময় : বুধবার ১৫ নভেম্বর ২০২৩ ০৪:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল বাংলাদেশের উপকূলের বরগুনা জেলঅর বামনা উপজেলায়। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিয়েছিল বুকাবুনিয়া, বামনা সদর, রামনা ও ডৌয়াতলা ইউনিয়ন । কিছু বুঝতে পারার আগেই জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়েছিল বাড়িঘর, ফসলের ক্ষেত। এই ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উপজেলার বামনা সদর, রামনা ও ডৌয়াতলা এলাকা। 

সিডর পরবর্তী সময় বিষখালী নদীর তীরবর্তী এ উপকূলের জনজীবনে নেমে আসে ঘোর অন্ধকার। উপকূলবাসীর ক্ষতি কাটাতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এগিয়ে এলেও, বিষখালী নদীর ভাঙনের ফলে ১৬ বছরেও আতঙ্ক কাটেনি এ জনপদের মানুষের। 

সিডরের ভয়াল গ্রাসে ডৌয়াতলা ইউনিয়নের একটি ইটের বাটার ২৯ জন কর্মচারী মারা গিয়ে ছিল। সকলেই ছিল খুলনা এলাকার লোকজন, স্ত্রীকে হারিয়েছিলেন পুরাতন বামনার বাসিন্দা গুরুপদ। সেদিনের সেই ভয়াবহ ঘটনার পরবর্তী ১৬ বছর ভালো কাটেনি তার। বিষখালী নদীর ভাঙনে বিলীন হয়েছে তার বসত বাড়িটিও। তার মতো আরও অনেক পরিবার আছে যারা সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।