বাংলােদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখায় সালেহা কবির শেপীকে সভাপতি ও ফাহিমা আহাদ কুমকুমকে সাধারণ সম্পাদক করে ১৫০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই অনুমোদন দেন।
সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহসভাপতি তাহসিন শারমিন তামান্না, সহসভাপতি ফারজানা বক্ত রায়না, ফেরদৌসি ইকবাল, আম্বিয়া বেগম, মনিজা বেগম ও এহিয়া বেগম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলি বেগম, সহসাধারণ সম্পাদক মুসলিমা চৌধুরী ও নাজমা বেগম। সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান পলিন, সহসাংগঠনিক সম্পাদক সালমা বেগম ও জেবি আক্তার, সমাজকল্যাণ সম্পাদক দিলওয়ারা আহমেদ রিনা, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সহ দপ্তর সম্পাদক জাহানারা আহমদ রুবিন, প্রচার সম্পাদক লিটা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমেনা রুমি, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মমতাজ শিরিন চৌধুরী, কোষাধ্যক্ষ স্বপ্না শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মতিয়া বেগম মতি তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার বেগম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহানারা হোসেইন, ত্রাণবিষয়ক সম্পাদক চপলা রানী দাশ, নারী অধিকার বিষয়ক সম্পাদক জয়তেরা বেগম, পল্লী উন্নয়ন সমবায় ও গ্রাম বিষয়ক সম্পাদক চম্পা আক্তার, ত্রাণ ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিনা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হোসনে আরা চৌধুরী।
কমিটির সদস্যরা হলেন- আমিনা বেগম রুমী, বেবী বেগম, মুন্নী বেগম, ঈশিতা বেগম, সেলিনা বেগম, নুরুন্নেছা আক্তার হেলেন, লিলি বেগম, ফাহিমা জান্নাত, রেশমা বেগম, রায়না বেগম, হেলা বেগম, শিমুল আক্তার, সেলিনা বেগম, শাম্মী বেগম, মুন্নী বেগম, জেরিন বেগম, কনা বেগম, সুনিয়া আক্তার, লিলি বেগম, আফিয়া বেগম, চামেলি বেগম, মনোয়ারা বেগম, হেলেনা বেগম, কুলছুমা বেগম, পারভীন বেগম, রুবি বেগম, শিরিন চৌধুরী, নাজমা বেগম, রেফা বেগম, আদিয়া বেগম, হালিমা বেগম, রিনা সুলতানা, শারমিন আক্তার, রিতা বেগম, তাহমিনা জান্নাত, রাহেনা বেগম, সুমাইয়া আক্তার, নাঈমা আক্তার, মেহজাবিন জান্নাত মৌরি, মিলনী বেগম, নিলি বেগম, রুবি আক্তার চৌধুরী, সুফিয়া বেগম, আলিয়া বেগম, রিনা বেগম, চৌফিনা ইয়াসমিন লিনা, মনি বেগম, শিলা বেগম, হুসনে আরা বেগম, রাজিয়া বেগম, পারভীন আক্তার, আসমা আক্তার লিপি, আক্তার জাহান রুমা, আমিনা বেগম শান্তা, আয়শা ইসলাম, সুফিয়া বেগম নিলু, পারুল আক্তার, ছকিনা বেগম, জাহেদা বেগম, শিরিন জাকারিয়া, নুরজাহান বেগম, সুফিয়া বেগম, জাহানারা বেগম, শামীমা বেগম শুক্লা রানীনাথ, আয়শা সিদ্দিকা, আরিফা বাদশা, আসমা খানম, রুজিনা খানম, সেলিনা বেগম, খাদিজা বেগম, জুলেকা বেগম, তানিয়া বেগম, স্বপ্না বেগম, সায়রু আক্তার লাকি, নাজমা আক্তার, মনোয়ারা ফেরদৌস, রেনু বেগম, খাদিজা বেগম, রানু বেগম, আসমা বেগম, হালিমা খানম রুবি, রিনা বেগম, আফিয়া বেগম, আসমা বেগম, শাহানা আক্তার লয়লু, আফিয়া বেগম, হুসনে জাহান রিনা, আসারুন বেগম, সালেহা বেগম, জুলেখা বেগম, রাবিনা আজাদ, হালিমা খানম রুবি, রিনা বেগম, রেনু বেগম, সিতারা বেগম, মাহমুদা ইসলাম চৌধুরী, আসমা বেগম, ফারহানা বেগম, রাহিমা বেগম, জেবা বেগম, নাজমিন বেগম, কুশ নাহার তান্নি, আমিনা খানম, লাকি আক্তার রিতনা বেগম, নুরুন্নেছা, তাসলিমা খানম, আয়শা খানম, হাজেরা বেগম, ছবি আক্তার, মনি আক্তার, সাথি বেগম, সুনিয়া বেগম, অঞ্জুলী দাশ, জোৎসনা বেগম, শিখা দে, রুবা বেগম ও তানিয়া বেগম।