সিলেটের বাণিজ্য মেলার গেইট টিকেটের উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে আকর্ষণীয় পুরুস্কারের ব্যবস্থা রেখেছেন আয়োজকরা। মেলায় প্রবেশ গেইট টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা। ওই টিকিটের অংশ জড়ো করে প্রতি সপ্তাহে র্যাফেল ড্র করা হবে। র্যাফেল ড্রতে দেয়া হবে ৩১ টি পুরুস্কার। এই পুরুস্কারের প্রথমটি হচ্ছে একটি মোটর সাইকেল। এছাড়া অন্য পুরুস্কারগুলোও হবে আকর্ষণীয়।
সিলেট নগরীর শাহজালাল উপশহরে মাসব্যাপী ওই মেলার উদ্বোধন হয়েছে ১৭ ফেব্রুয়ারি। মেলার আয়োজক টিমের অন্যতম সদস্য ও মনিপুড়ি বেনারসি তাতী জামদানী কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি তারেক আহমদ বিস্তারিত তথ্য জানিয়েছেন দৈনিক বায়ান্নকে।
তিনি জানান, ২০ ফেব্রুয়ারি থেকে মেলার গেইট উদ্বোধন করা হয়েছে। মেলায় স্থান পেয়েছে ১০৯ দোকান। এর মধ্যে ৭ টি প্যাভেলিয়ন। এসব দোকানে দেশি বিদেশি পণ্য স্থান পেয়েছে। বিশেষ করে দেশিয় পণ্যে সমৃদ্ধ প্রতিটি স্টল। মেলায় আগতদের নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হয়েছে। পার্কিংয়ের নিরাপদ ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, শিশুদের বিনোদের জন্যে যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের বিনোদনের জন্যে বিভিন্ন ধরণের রাইড রয়েছে। সুন্দর ও সুস্থ পরিবেশে শিশুরা যাতে বিনোদন উপভোগ করতে পারেন সেদিকে যত্নবান মেলা কর্তৃপক্ষ।