ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

সিলেট বাণিজ্য মেলা: রাজা চা এর বাজিমাত

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ ০৪:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 



সিলেটের বাণিজ্য মেলায় রাজা চা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজা চা এর স্টলে ভোক্তারা হুমড়ী খেয়ে পড়ছেন। লাইনে দাঁড়িয়ে রাজা চা এর স্বাদ নিচ্ছেন ভোক্তারা। ভারতীয় এই রাজা চা প্রতি কাপ ৫০ টাকা। বিভিন্ন ফ্লেভারে তৈরি এই চা মেলার প্রথম দিন থেকেই ভোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মেলায় যারাই আসছেন তারা ওই চা এর স্বাদ নেয়ার চেষ্টা করেন। মেলার আয়োজক ও মনিপুড়ি বেনারসি তাতী জামদানী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবদুল গাফ্ফার জনাচ্ছিলেন ওই তথ্য।

দৈনিক বায়ান্নকে আবদুল গাফ্ফার জানান, অন্য বছরের তুলনায় এবার আরো সুন্দর পরিবেশে মেলা শুরু হয়েছে। অন্যবারের তুলনায় ব্যাপক লোকসমাগম হচ্ছে। মেলায় আগত লোকজনের চাহিদার প্রতিও নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, শিশুদের বিনোদনের সব ধরণের ব্যবস্থা রয়েছে এই মেলায়। নতুন নতুন রাইড পেয়ে শিশুরা মহাখুশি। হরেকম রকমের রাইডে শিশুরা আনন্দে মেতে উঠেন।

মেলায় রয়েছে জাকজমকভাবে সাজানো টপ গিফট কর্নার প্যাভেলিয়ন। এই প্রতিষ্ঠানটি সিলেটের প্রায় সকল বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করে। এই প্যাভেলিয়নের স্বত্ত্বাধিকারী হাবিবুর রহমান জানিয়েছে অন্যবারের চেয়ে এবার সিলেটের বাণিজ্য মেলা প্রাণবন্ত হয়ে উঠছে। ধীরে ধীরে বেচাঁ কেনা জমে উঠছে। আবহাওয়া অনুক‚লে থাকায় মেলার দোকানদাররা ফুরফুরে মেজাজে আছেন।

হাবিবুর রহমান জানান, টপ গিফট কর্নার প্যাভেলিয়নে জিনিসপত্রের একদাম রাখা হয়েছে। যেকোনো পণ্যের মূল্য ১৫০ টাকা। তাদের স্টলে হাজার হাজার আইটেম রয়েছে বলে জানালেন তিনি।