২০২৫ সেশনের জন্য সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
গতকাল মহানগর শাখার সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নতুন সেশনের জন্য সভাপতি শাহিন আহমদ ও সেক্রেটারি হিসেবে শহিদুল ইসলাম সাজু মনোনিত হয়েছেন।
সিলেট মহানগর ছাত্রশিবিরের ২০২৫ সেশনের সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্তকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মনোনীত করেন শাখা সেক্রেটারি। তিনি শাখা সেক্রেটারির নাম ঘোষণা করেন।
পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।