ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

সিলেট শহরতলিতে নৌকাডুবি, নিখোঁজ ২

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১৬ মে ২০২২ ০৮:২৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে নৌকাডুবির ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নাজমুল হুদা খান।

তিনি জানান, নৌকাডুবির ঘটনায় গতরাতেই নৌকায় থাকা ছয় জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন দুইজন।

নিখোঁজরা হলেন, পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর পুত্র আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর পুত্র রজাখ আলী।

জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের বরাত দিয়ে ওসি জানান, বন্যার কারণে রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুই জনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।

এদিকে সোমবার সকাল পৌনে ১১টা দিকে নৌকাটি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসে ডুবুরিদল ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন।