ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

সিলেট শাহপরাণ কাঁচাবাজারে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে উত্তেজনা

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : রবিবার ১৫ মে ২০২২ ০৩:৫৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট শহরতলির শাহপরাণ কাঁচাবাজারে মালিক ও কতিপয় দখলবাজদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে উভয় পক্ষ যেকোনো সময় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। পুলিশ রিপোর্টে বলা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে ১৮ এপ্রিল শাহপরাণ থানার এএসআই মো. জাহাঙ্গির আলম ওই প্রতিবেদন দাখিল করেছেন। একটি দোকান কোঠাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ওই অবস্থা। 

প্রতিবেদনে বলা হয় শাহপরাণ কাঁচাবাজারের এক নম্বর গলির তিন নম্বর দোকান ভিটা দখলের পাঁয়তারার অভিযোগ এনে ৯/২০২২ নম্বর বিবিধ মামলা করেন স্থানীয় দক্ষিণ মোকামের গুল গ্রামের জয়নাল আহমদ। মামলায় বিবাদি করা হয় আবদুল মালিক, মাহমুদ আলী ও সেলিম আহমদকে। ওই মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে গত ১২ জানুয়ারি জয়নাল আহমদের মালিকানা উক্ত দোকান দখলের পাঁয়তারার অংশ হিসেবে ঘটনাস্থলে গিয়ে দোকানটি ভাঙ্গার চেষ্টা করেন আবদুল মালিকসহ কতিপয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জয়নাল আহমদ। তিনি বাধা দেন দুর্বৃত্তদের। এতে উভয়পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। বাজারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর জয়নাল আহমদ আইনের আশ্রয় নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন দাখিল করেন।