ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

সিলেট সিটি করপোরেশনের ১০৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ ১০:০৪:০০ অপরাহ্ন | জাতীয়

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০২২-২৩ অর্থবছরের বাজেট ১ হাজার ৪০ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরে প্রণয়ন করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহানগরের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে হোল্ডিং টেক্স, বিভিন্ন খাতের কর ও ফি, ইজারা, সিটি করপোরেশনের বিভিন্ন স্থাপনা ভাড়া, বর্জ্য ব্যবস্থাপনা, সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পার্ক থেকে টিকেট বিক্রিসহ বিভিন্ন খাত থেকে চলতি অর্থবছরে ১০১ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেন মেয়র আরিফ।

অপরদিকে, বাজেটে আয়ের সমপরিমান টাকা ব্যয়ের মধ্যে শুধু রাজস্ব খাতেই মোট ৯০ কোটি ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা ধরা হয়েছে। এছাড়া কোভিট-১৯ ও ডেঙ্গু মোকাবেলা, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থ’াপনা আধুনিকায়ন, যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প, গরুর হাট ও জবাইখানা নির্মাণ, খেলার মাঠ তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, উপাসনালয় স্থাপন ও উন্নয়ন, টিকাদান কর্মসূচি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, খেলাধুলা ও সংস্কৃতিবিষয়ক প্রকল্প, বস্তি, রাস্তা-ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আয়ের সমপরিমান হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়াও সিলেট মহানগরীর বর্ধিত এলাকার উন্নয়নে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ৪ হাজার ১ শ ৮৯ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানান সিসিক মেয়র।

এটি তাঁর সম্ভবত শেষ ঘোষিত বাজেট উল্লেখ করে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- দুই মেয়াদে মেয়র থাকাকালীন আমি নগরের উন্নয়ন ও নগরবাসীকে সার্বিক সুবিধা দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। হয়তো এটাই আমার শেষ বাজেট ঘোষণা। আমি জীবনের শেষ দিন পর্যন্ত নগরবাসীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।

সিসিকের অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি কাউন্সিলর রেজওয়ান আহমদের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন- টানা ৩বার সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের সকল সিটির মধ্যে সিলেট সিটি প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে।

আরিফ বলেন- সাম্প্রতিক বন্যাকবলিত সিলেট অঞ্চল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে মেয়র তথা সিসিকের কর্মতৎপরতা নিয়ে প্রশংসা করেছন। প্রধানমন্ত্রীর এই মন্তব্য সিটি কর্পোরেশনের সবাইকে অনুপ্রাণিত করেছে।

সিলেট নগরের ধারাবাহিক উন্নয়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপিসহ বেশ কয়েকজন মন্ত্রীর প্রতি মেয়র আরিফ বিশেষ কৃতজ্ঞতা জানান। বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আরিফ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী- মরহুম এম সাইফুর রহমানকেও স্বরণ করেন তিনি। বলেন- বর্ণাঢ্য জীবনের অধিকারী ওই রাজনীতিবীদের কাছে আমি চিরঋণী। তাঁর আদর্শকে ধারণ করেই রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে সিলেট মহানগরীর উন্নয়নে কাজ করেছি।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনীতিবীদ, মহিলা ও  পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সিসিকের সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন।