ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

সিলেটে অটোরিকশা চালকের লাথিতে ক্যান্সার রোগীর মৃতু্য

সিলেট বু্যরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ০৪:০৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 



সিলেটের শাহপরাণ থানার বটেশ্বরে সিএনজিচালিত অটোরিকশা চালকের লাথিতে মারা গেছেন এক ক্যান্সার রোগী। ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চালক লাথি মারলে ওই ব্যক্তি মারা যান। বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বটেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। পরে অটোরিকাশা চালককে আটক করে পুলিশ।

মৃত জালাল উদ্দীন (৪৮) শাহপরাণ থানার বটেশ্বর এলাকার কানুগুল গ্রামের মৃত কটন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

তিনি জানান- জালাল উদ্দীন একজন ক্যান্সার রোগী। তাঁর পরিবারিক সূত্র জানিয়েছে- তাকে কেমু থেরাপি দেওয়া হচ্ছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনের (৩০) সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে মামুন তাঁকে পেটের নিচে লাথি মারেন।   ওই সময় জালাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।

ওসি জানান- এ ঘটনায় সিলেটের মোগলাবাজার থানার করিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে। জালালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর গ্রেফতার দেখিয়ে বৃহ্স্পতিবার মামুনকে আদালতে প্রেরণ করা হবে।

ওসি আরও জানান- লাশ বর্তমানে ওসমানী হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।