ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

সিলেটে অসামাজিক কাজ, গ্রেফতার ৫ নারী-পুরুষ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটে গত কিছুদিন ধরে আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। তবু এসব আবাসিক হোটেলে থামছে না পতিতাবৃদ্ধি।

 

পবিত্র রমজানের আগের দিনও মহানগরের একটি আবাসিক হোলেট থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ১ নারী ও ৪ পুরুষকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের তালতলা এলাকার হোটেল গ্রিন গার্ডেন থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হলেন- আব্দুল জব্বার (২৪), আজিজ (৫০), সোহেল আহমদ (২৬), আনোয়ার (৩৫) ও ছামিদা আক্তার (২৪)।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ হোটেলে অভিযান চালিয়ে এই ৫ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।