ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

সিলেটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৩

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ৬ মার্চ ২০২৪ ০৪:৫৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১শ ১৬ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতরা জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটে বিক্রি করেন বলে জানায় পুলিশ।

 

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকায় অবস্থিত জুই রেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেলের ৪র্থ তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের শাহপরান থানাধীন শাহজালাল উপশহরের বাসিন্দা মৃত আকদ্দছ আলীর ছেলে মো. সানু মিয়া ওরফে জানু মিয়া (৫৬), সিলেটের গোলাপগঞ্জ থানাধীন দরগা বাজার এলাকার বাসিন্দা মৃত লোকমান মিয়ার ছেলে জুনেদ আহমদ (২০), সিলেটের শাহপরান থানাধীন মিরাপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল গণির ছেলে আনোয়ার হোসেন (৩৪)।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা সিলেট জেলার জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিলেট মহানগরের বিভিন্ন স্থানের মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রয় করে থাকে।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরর মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।