ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

সিলেটে খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : রবিবার ১৫ মে ২০২২ ১২:৫২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেটের কার্যনির্বাহী পরিষদের ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট গণগ্রন্থাগারের সভাকক্ষে বিকাল ৪টায় সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিতহয়।

 

সভায় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. সৈয়দ মোহাম্মদ খসরু, সহ-সভাপতি শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মো. কিবরিয়া আলম, যুব ও ক্রীড়া সম্পাদক রঞ্জন কুমার দাশ, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম মওলা ও শেখ রফিক আহমদ, সাহিত্য সম্পাদক গাজী সাইফুল হাসান, কার্যনির্বাহী পরিষদের সদস্য অনিল কৃষ্ণ মজুমদার, বিজন চন্দ্র বিশ্বাস ও এসএম মোশারফ হোসেন এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার ও সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা সভায় উপস্থিত ছিলেন।

 

কার্যনির্বাহী পরিষদের সভা শেষে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির কার্যনির্বাহী পরিষদ, কার্যকরী সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর রায়।