ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

সিলেটে সংবর্ধিত গবেষক সুমনকুমার দাশ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শনিবার ৯ মার্চ ২০২৪ ০২:৩২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

লোকচক্ষুর অন্তরালে থাকা কৃষ্টি, কালচার জনসমক্ষে তুলে ধরেছেন সুমনকুমার দাশ। লোকশিল্পী ও লোকসংগীতের লোকায়ত জ্ঞানের সংরক্ষণ নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন তি‌নি। করেছেন সেগুলো নিয়ে গবেষণা। যা বিভিন্ন সাময়িকী ও জার্নালে প্রকাশিত হয়েছে। লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশের সমৃদ্ধ গবেষণা গ্রামীণ সাংস্কৃতিক জীবনকে নাগরিক সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

ফোকলোর ক্যাটাগরিতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’ পাওয়া গবেষক সুমনকুমার দাশের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।

 

সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদের আয়োজনে সিলেট নগরের রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এ আয়োজন শুরু হয়।

 

নৃত্যশৈলীর শিল্পীদের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে উদ্বোধক ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংবর্ধনা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তুষার কর। শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব মু. আনোয়ার হোসেন রনি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক সুকান্ত গুপ্ত ও রুহেনা সুলতানা।

 

আয়োজনে সুমনকুমার দাশকে নিয়ে প্রদর্শন করা হবে তথ্যচিত্র। তথ‌্যচিত্রের সম্পাদনা করেছেন সে‌লিম মিয়া। প্রকাশিত হয় সংবর্ধনা আয়োজনের স্মারক গ্রন্থ ‘লোকায়ত সখা’, প্রচ্ছদ করেছেন অরুপ বাউল।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কবি ও গবেষক মোহাম্মদ সাদিক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের বিশিষ্ট সংগীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।

 

এর আগে মানপত্র পাঠ করেন নাজমা পারভীন। আমন্ত্রিত অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানানো হয়।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো. আশরাফুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সিলেট বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রে‌জিস্ট্রার বদরুল ইসলাম, এম‌সি কলেজের অধ্যক্ষ আবু আনম মো. রিয়াজ, চি‌কিৎসক ও গীতিকার জ‌হিরুল ইসলাম, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ বিজিত চৌধুরী, গীতিকার ইশতিয়াক রুপু, ক‌বি এ কে শেরাম, সিলেট জেলা আইনজীবী স‌মি‌তির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, কথাসা‌হি‌ত্যিক প্রশান্ত মৃধা, তথ্যচিত্র নির্মাতা শাকুর ম‌জিদ, কবি ও গবেষক জফির সেতু প্রমুখ।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনে সুমনকুমার দাশের লেখা গান পরিবেশন করেন বাউল সূর্যলাল সেন, শামীম আহমেদ। এ ছাড়া শুভপ্রসাদ নন্দী মজুমদার, কায়া তাদের পরিবেশনা করেন। সুমনকুমার দাশকে নিয়ে গান পরিবেশন করেন বাউল শিল্পী আব্দুর রহমান।

 

আয়োজনে সুমনকুমার দাশের লেখা বইয়ের এক‌টি স্টল স্থাপন করা হয়। সেখান থেকে বই সংগ্রহ করেছেন অনেকে।