ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শনিবার ১৬ মার্চ ২০২৪ ০৭:৫৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সেই সাথে পদ প্রত্যাশিদের আগামী ২৭ মার্চের মধ্যে জীবন বৃত্তান্ত আহবান করেছে কেন্দ্রীয় সংসদ।

শানিবার (১৬ মার্চ)বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে, ‘স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।