ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

সুনামগঞ্জে বড় ভাইয়ের ঢিলে বোন জামাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১ ফেব্রুয়ারী ২০২২ ১২:৪০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বড় ভাইয়ের ছোড়া ঢিলে ছোট বোনের স্বামী আমির হোসেন (৫৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রোববার বিকেলে সুনামগঞ্জ শহরতলির মোল্লাপাড়া ইউনিয়নের খাগুড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বড় ভাইয়ের ছোড়া ঢিলে আহত হন তিনি।

পুলিশ জানায়, বিকেলে আমির হোসেনের সঙ্গে তার স্ত্রী রেহেনা বেগমের ঝগড়া হয়। স্ত্রী এ খবর পাশের বাড়িতে ভাই মোস্তফা মিয়াকে জানান। একপর্যায়ে দুই পরিবারের লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়েন। এসময় মোস্তফা মিয়ার ছোড়া ঢিলে আমির হোসেনের মাথায় আঘাত লাগে। আহত আমির হোসেন প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকালে আমির হোসেন মারা যান।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।