ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

সুশিক্ষিতজনগোষ্ঠীরদ্বারাই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব- এমপিনাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ ০৯:৩৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে শিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন। একটি সুশিক্ষিত জনগোষ্ঠী এদেশের মানুষের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে বলে আমি বিশ^াস করি। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ, বিদ্যুতায়নসহ সর্বক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে নাগরিক সেবা নিশ্চিত করেছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি জীবনমানের উন্নতি হয়েছে। আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকাকে বিজয়ী করার জন্য সবার সহযোগীতা চাই। সিলেট তথা দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী (এম.সিএকাডেমী)’র নতুন দুটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষামন্ত্রী, স্থানীয়সরকার, পল্লীউন্নয়নও সমবায় মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি নুরুলই সলাম নাহিদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার সকাল ১১ টায় এমসিএকাডেমী প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে দুটি একাডেমীক ভবনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমীর প্রিন্সিপাল সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী আকবর ফখর।

এসময় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জম ডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষক আবুল কালাম আজাদ, ফখর উদ্দিন, শফিউদ্দিন, উপজেলা যুবলীগের আহŸায়ক ওয়েছুর রহমান, আওয়ামী লীগ নেতা পারভেজ আহমদ, আরজমন্দ আলী, নাজিম উদ্দিন লস্কর প্রমুখ। পরে বেলা ১ টায় এমপি নাহিদ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন।