ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

সূর্য্য সভাপতি: চঞ্চল সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জয় সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ১১ ডিসেম্বর ২০২১ ০৪:১৫:০০ অপরাহ্ন | গণমাধ্যম

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। " ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়,ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্র চাই" এই প্রতিপাদ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধা শহরের পৌর পার্ক এর শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক এ্যাড: রানা দাস গুপ্ত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, তাপস কুমার পাল, ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথের, সাংগঠনিক সম্পাদক  স্বপ্না বিশ্বাস।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার পুরাতন কমিটির  সাধারন সম্পাদক ও নব নির্বাচিত কমিটির সভাপতি  রনজিত  বকসী  সূর্য্য।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার ৭ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রি - বার্ষিক সম্মেলন শেষে রনজিত  বকসী  সূর্য্য কে সভাপতি ও চঞ্চল সাহা কে সাধারণ সম্পাদক হিসেবে গাইবান্ধা জেলা শাখার কমিটি ঘোষনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। পরে তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরন করেন। সম্মেলন পূর্ববর্তী পৃথক পৃথক কয়েকটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে এসে অংশগ্রহণ করেন।