ঢাকা, রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে অনুমোদিত মদ ভাটি মানছে না মাদক বিক্রির আইন

মোতালেব হোসেন ঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ ১০:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 সৈয়দপুর শহরে কাজীহাট এলাকায় ভাগাড়ে অবস্থিত সরকার অনুমোদিত মদের ভাটিতে মানা হচ্ছেনা সরকার নির্ধারিত মদ বিক্রির আইন। সরকারী নিয়ম অনুযায়ী শুধুমাত্র মদ কেনার লাইসেন্সধারীদের মদ ভাটি থেকে মদ কেনার অনুমোদন থাকলেও এখানে মদ কিনতে আসা ক্রেতার লাইসেন্সের ব্যাপারে কেউ প্রশ্ন তোলেনা। এখানে যে কেউ চাইলে অবাধে কিনতে পারছে মদ। 

এব্যাপারে এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী খাদেমুল প্রামানিককে সাথে নিয়ে মদ ভাটিতে গিয়ে দেখা যায় সেখানে নেই কোন সরকারী সাইনবোর্ড বা নীতিমালা কোন কিছুই নাই, লোকজন সকাল আটটায় খোলা মাঠে বাইরে গোল হয়ে বসে মদের আসর বসিয়েছে। এবং বাইরে একটি ভ্যানে দেখা যাচ্ছে জ্যারিকেনে করে ১০ লিটার মদ খুচরা বিক্রি করা হচ্ছে এবং ক্রেতা দিনের বেলা প্রকাশ্য ভ্যানে করে অন্যত্র শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। 

এলাকাবাসী আরো জানায় দিন রাত চব্বিশ ঘন্টা মদ ভাটিটি এলাকার পরিবেশ নষ্ট করছে। আমরা দ্রæত এটি শহরের আরো দূরবর্তী কোন স্থানে সরিয়ে নেওয়ার দাবী জানাচ্ছি।