স্বামীর কবর জিয়ারত করে ফেরার পথে ঝিনাইদহের বিষয়খালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্ত্রী সেলিনা পারভিন শেলি (৪১)। এঘটনায় সেলিনার একমাত্র সন্তান সাকিব ও প্রতিবেশি রুবেল নামে আরেক যুবক গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী বাজারের ইউছুপের চায়ের দোকান নামক স্থানে। নিহত শেলি পেশায় বেসরকারী প্রাইভেট হাসপাতালের নার্স ছিলেন বলে জানা গেছে। আহত সাকিব হোসেন জানান, তার পিতা আশরাফুল ইসলাম গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শনিবার তার মায়ের সঙ্গে কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামে যান পিতার কবর জিয়ারত করতে। ঝিনাইদহে ফেরার পথে বিষয়খালী বাজারের ইউছুপের চায়ের দোকান নামক স্থানে আসলে তাদের মটরসাইকেল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে খারাপ রাস্তার কারনে ট্রাকের চাকার নিচে পড়ে। এতে মটরসাইকেল আরোহী তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টার দিকে সেলিনা পারভিন শেলি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় আহত রুবেল হোসেন সদর উপজেলার শিকারপুর গ্রামের ওমর আলীর ছেলে। সেলিনা পারভিন শেলির মৃত্যুর খবর নিশ্চত করেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ছোহা ইসলাম। ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নরুজাহান বেগম জানান, হতাহতদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে।