ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সকল অসম্ভবকে সম্ভব করতে প্রস্তুত -- এমপি শাওন

ভোলা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ জানুয়ারী ২০২৩ ০৬:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

 

 

ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট দেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সকল অসম্ভবকে সম্ভব করার নাম শেখ হাসিনা। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া কিংবা নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি, মেট্রোরেল, বঙ্গবন্ধু টার্নেলসহ সকল মেগা প্রকল্প বাস্তবায়নে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

 

মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে পাঠ্য পুস্তক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বই বিতরনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে থেকেও রাজধানীর সুযোগ সুবিধা প্রদানও কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হবে ইনশাআল্লাহ।

 

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে পাঠ্য পুস্তক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বই বিতরণ উৎসবের আলোচনা সভায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন,অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।