ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

হবিগঞ্জে ৭৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ০৭:০০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের চুনারুঘাটের দেওরাগাছ থেকে ৭৫ কেজি গাঁজাসহ রোকেয়া খাতুন (২৮) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকাল সাড়ে ৮টায় স্থানীয় আব্দুল জাহিরের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোকেয়া বাঘারুকের আব্দুল হাইয়ের স্ত্রী।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ৪ মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রোকেয়া জানায়, সে নিজে ও পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ একে অপরের সহিত পরিকল্পনা করে এই মাদক ব্যবসা করে আসছে। ভারতীয় সীমান্ত কাছাকাছি থাকায় ভারত থেকে গাঁজা নিয়ে এসে বাংলাদেশের মাদক ডিলারদের নিকটমাদক ক্রয়-বিক্রয় করে থাকেন।

 

 

পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হবিগঞ্জ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সোমেন মজুমদার।