বৃহস্পতিবার হেমন্তের পড়ন্ত বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডুর সাবেক বিন্নি গ্রামের জিন্দার মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির অংশ ঐতিহ্যবাহী লাঠিখেলা। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের ছন্দ আর আনন্দে মেতে ওঠেন শত শত দর্শক। যা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিনোদনপ্রেমী মানুষ। এই খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ।
বাদ্যের তালে তালে চলে খেলোয়াড়দের নান্দনিক কসরত আর অসাধারণ ক্রীড়া নৈপূণ্য। এর পরই শুরু হয় মূল আকর্ষণ। দুই জন লাঠিয়াল শব্দের তালে তালে ঝাঁপিয়ে পড়ছেন একে অন্যের ওপর। লাঠির আঘাতের মাধ্যমে একে অপরকে পরাস্থ করতে প্রাণপন চেষ্টা করে তারা। বৃহস্পতিবার বিকালে এমন দৃশ্য দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন গ্রামবাসী ও দূর-দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা। গ্রামের মানুষের মধ্যে একটু আনন্দ দিতে ও গ্রামীণ ঐহিত্য ধরে রাখতেই এই খেলার আয়োজন করেন হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে খুশি দর্শকরা। আর দর্শকদের আনন্দ দেওয়ার মধ্যে নিজেদের আনন্দ খোজেন লাঠিয়ালরা।
দিনভর লাঠিখেলায় ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও পার্শবর্তী কুষ্টিয়া সদর উপজেলা থেকে অন্তত ৪০ জন লাঠিয়াল এ খেলায় অংশ নেয়।