ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

হরিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

,হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ ০৪:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 
 
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে ২২-২-২০২৩ ইং তারিখে ১১টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরিফুল হক, 
একাডেমিক সুপারভাইজার মোঃ সামশুল হক , প্রভাষক( বাংলা)  মোঃ মোবারক হোসাইন, সরকারি  মোসলেম উদ্দিন ডিগ্রি কলেজ  প্রভাষক (বাংলা) মোঃ মর্তুজা আলী,হরিপুর মহিলা কলেজ   সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ডাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়। শুদ্ধ বানান প্রতিযোগিতায়   উপজেলা  বিভিন্ন স্কুল কলেজের  ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন । শুদ্ধ বানান প্রতিযোগিতায় (ক- গ্রুপে) প্রথম স্থান লাভ  করেছেন,হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র  প্রথম স্থান মোঃ রাকিবুল হাসান  রিজন, দ্বিতীয় স্থান  সাকিব আল হাসান ও তৃতীয় স্থান লাভ করেছেন মোঃ তৌফিক ।( খ -গ্রুপে) প্রথম স্থান লাভ করেছেন  দামোল আইডিয়াল কলেজের ছাত্র মোঃ সোহাগ,  দ্বিতীয় স্থান  দ্বিতীয় স্থান  একই কলেজের ছাত্রী মোছাঃ হুমাইরা ইয়াসমিন ও তৃতীয় স্থান অধিকার করেছেন   হরিপুর মহিলা কলেজের ছাত্রী দিপা রায়।