হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের খন্ডলীর ঘাটা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
তিনি জানান, বেপরোয়া গতির একটি বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ বড়ুয়া (৪৫) ও অটোরিকশা চালক আবদুল কাদের প্রকাশ মেজ্জ্যাইন্যা (৫০) নামে দুই ঘটনাস্থলে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানান ব্যাটারিচালিত অটোরিকশা চালক মাছ নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট থেকে সরকারহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি মুখি বেপরোয়া গতির একটি বাস (চট্টমেট্রো-জ ১১-০১৭৯) অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়দের জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।