ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ২৫ ডিসেম্বর ২০২২ ১০:১৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নওগাঁয় সকাল থেকে ঘন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বেড়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আজ মৃদু শৈত্যপ্রবাহ নেই।

 

জেলায় ঘন কুয়াশায় কেটে গেলেও ঠান্ডা ও শিরশির বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। গত দুই দিনে তীব্র কুয়াশা আর ঠান্ডার কারণে আসন্ন বোরো মৌসুমে ফসল উৎপাদনে বীজতলা পরিচর্যা করতে গিয়ে চাষিদের বেশ বেগ পেতে হচ্ছিল। তবে সকাল থেকে কুয়াশা না থাকায় বীজতলা পরিচর্যার কাজে মনোযোগী চাষিরা।

 

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঠান্ডার মধ্যেই জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হয়েছেন সাধারণ শ্রমিকরা।

 

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চপর্যবেক্ষক হামিদুল হক জানান, সকাল থেকেই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ না থাকলেও ঠান্ডা বাতাস বইছে। তবে এই শীত মৌসুমের মাঝামাঝি সময়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা হতে পারে। আর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা আছে।

 

 

অন্যদিকে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে সদর হাসপাতালে বিভিন্ন বয়সী রোগীরা ভিড় করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।