ঢাকা, বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

হিলিতে ৫ দিন ব্যাপী প্র্রথম স্কাউট সমাবেশ শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ২৪ ডিসেম্বর ২০২২ ০৪:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

‘স্কাউটিং করি সুন্দর জীবন গড়ি’ এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে ৫ দিন ব্যাপী প্রথম স্কাউট সমাবেশ শুরু হয়েছে। 

বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই সমাবেশ শুরু হয়। 

জাতীয় পতকা ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের শুভ সুচনা করা হয়। পরে সকলকে স্কাউটের স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। এর পরে স্কাউট সদস্যরা ডিসপ্লে প্রদর্শন করেন। 

৫ দিন ব্যাপী এই স্কাউট সমাবেশে উপজেলার ২৭টি মাধ্যমিক ও সমমান মাদ্রাসার ৩০০ জন স্কাউট পদ্মা, মেঘনা, যমুনা নামে সাব ক্যাম্পে অংশগ্রহন করছেন। 

উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটের উপজেলা সভাপতি মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক কাওছার আলী, উপজেলা স্কাউট লিডার তারেক মাহমুদ, ক্যাম্প চীফ আনোয়ারুল হক সহ অনেকে।