ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

১ থেকে ১৫ নভেম্বর সিপিবির দেশব্যাপী শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ০৫:৩৭:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১ থেকে ১৫ নভেম্বর দেশব্যাপী শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা করবে। 

মঙ্গলবার ( ১৩ অক্টোবর) সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিপিবির কেন্দ্রীয় কমিটির চার দিনব্যাপী সভা সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শেষ হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কমিটির এ সভায় রিপোর্ট উত্থাপন করেন রুহিন হোসেন প্রিন্স। এতে পার্টির প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য-সংগঠক ও কন্ট্রোল কমিশনের সদস্যরা বক্তব্য দেন।

সভায় গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে গণমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ, অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, সিপিবির কেন্দ্রীয় কমিটির এ সভায় আগামী ১ থেকে ১৫ নভেম্বর শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রায় ঢাকাসহ সারা দেশে সভা-সমাবেশ, পদযাত্রা, গণসংযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বায়ান্ন/এমএমএল/আরএইচ