ঢাকা, মঙ্গলবার ৭ মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

২১ বছর পর দেবিদ্বারে পৌরসভা নির্বাচন সোমবার

মমিনুল ইসলাম মোল্লা মুরাদনগর : | প্রকাশের সময় : রবিবার ১৬ জুলাই ২০২৩ ০৯:৫৯:০০ অপরাহ্ন | দেশের খবর

প্রতিষ্ঠার প্রায় ২১ বছর পর দেবিদ্বার পৌরসভায় প্রথম ভোট উৎসব আগামীকাল সোমবার। নির্বাচন ঘিরে উৎসবের মাঝে সংঘাতের আশঙ্কাও করছেন প্রার্থীদের কেউ কেউ। তবে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে প্রস্তুতি রয়েছে বলে দাবি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের। নির্বাচনে মেয়র পদে ৮, সাধারণ ওয়ার্ডে ৬৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।জানা গেছে, নির্বাচনে নৌকার প্রার্থী সাইফুল শামীমের সঙ্গে ভোট যুদ্ধে আছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম ও এম এ কাইয়ুম ভূঁইয়া। তাদের মধ্যে তিন প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে ভোটের মাঠে। সুষ্ঠু ভোট না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম ও এম এ কাইয়ুম ভূঁইয়া। স্বতন্ত্র প্রতীকের অন্য প্রার্থীরা হলেন– সাংবাদিক আতিকুর রহমান বাশার, সাংবাদিক আবুল খায়ের, শাহজাহান মোল্লা, সাইফুল ইসলাম সরকার ও শরীফুল ইসলাম সুমন।রিটার্নিং অফিসারের কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে ১৪টি কেন্দ্রে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোটের মাঠে চার প্লাটুন বিজিবি, র্যা বের একটি ও পুলিশের সাতটি মোবাইল টিম, পুলিশের তিনটি স্ট্রাইকিং ফোর্স, একটি স্ট্যান্ডবাই টিম দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাঁচটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভার যাত্রা শুরু হয়। কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে মামলার কারণে প্রায় ২১ বছর পর এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। এখানে ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫৮৭।