দীর্ঘ ২৫বছর পর টিনের খুপরি ছেড়ে, পাকা ঘরে মাথা গোজার ঠাই হলো, রাজ্যহীন নবাব সিরাজের।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের ১ নং ওয়ার্ড, কর্ণপুর গ্রামের ৪৬ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী সিরাজুল ইসলাম। "দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলো তার জীবন। "সংসার জীবন থেকেই সিরাজ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বেশ কষ্টেই বাস করছিলেন,,ছোট্ট একচালা জরাজীর্ণ টিনের ঘরে।
যেখানে ঝড় বৃষ্টি সহ নানা বিপর্যয়ের সাথে দিন কাটাতে হতো সিরাজের ।
বয়সের ভারে নুয়েপড়া রাজ্যহীন নবাব সিরাজ তার স্ত্রী আর একমাএ কন্যার ভবিষ্যতের কথা ভেবে দিশেহারা।
আর তাই সিরাজ তার জীবন জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন বাজারের দোকান গুলোতে, পানি সরবরাহের কাজ। এই কাজে তার স্ত্রীও সহযোগিতা করছিলেন দীর্ঘদিন ধরে ।
রাতদিন গায়ে খেটে যা টাকা পাওয়া যেত, তা দিয়ে কোনমতে চালাতেন তাদের সংসার। কিন্তু স্বল্প এই উপার্জনে কি আর গড়া যাবে মেয়ের ভবিষ্যত!! তৈরি হবে কি?
মেয়ের জন্য ঘর !!
এমন চিন্তায় সহায়সম্বলহীন বৃদ্ধা সিরাজ, সমাজের বিভিন্ন জনের কাছে ছুটেছেন মেয়ের জন্য একটি নতুন ঘর নির্মাণের আশায়।
অবশেষে দিশেহারা সিরাজুলের ডাকে সারা দিয়ে নতুন ঘর নির্মাণে এগিয়ে আসেন, গোসিংগা বাজার কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব বোরহান উদ্দিন মোড়ল ।
গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান শাহিন।
একই সাথে তাদের এই মহত উদ্যোগে সারাদিয়ে, এগিয়ে আসেন, প্রবাসী ও সমাজের বিত্তবান লোকেরা। পাশাপাশি সংবাদমাধ্যম ও বিভিন্ন সংঘটনের পক্ষ থেকেও সিরাজের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে তারা।
শনিবার উৎসবমুখর পরিবেশে সিরাজের নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোসিংগা বাজার কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন গোসিংগা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মোঃ হাসান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান,
গোসিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম শেখ, কর্ণপুর ১ নং ওয়ার্ডের মেম্বার সুমন প্রধানসহ স্থানীয় ব্যক্তিবর্গরা ।
এদিকে নতুন ঘর পেয়ে বৃদ্ধা সিরাজ আবেগে আপ্লুত। ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন সিরাজ।