৪৪তম জাতীয় বিজ্ঞান মেলায় নাসিরনগর উপজেলা থেকে শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে অংশ গ্রহন করছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে
গতকাল থেকে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২৩ আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলার প্রায় ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করে।
এবারের মেলায় প্রতিপাদ্য বিষয় ছিল-সৌরবিদ্যুতের সম্ভাবনা।
নাসিরনগর উপজেলা থেকে এবার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে।এ বিষয়ে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-(উপজেলার শ্রেষ্ট প্রধান)জনাব আব্দুর রহিম বলেন-এবারের বিজ্ঞান মেলায় আমাদের স্কুল থেকে শিক্ষার্থীরা সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে একটি আধুনিক মানসম্মত প্রজেক্ট তৈরি করেছে যা এবারের মেলায় উপস্থাপন করা হবে।তিনি বলেন এবারের মেলায় আমরা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করছি এ ছাড়াও ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়,হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয় এ মেলায় অংশ গ্রহণ করছে।
তিনি সর্বোপরি শিক্ষার্থীদের বিজয় অর্জনের জন্য সকলের কাছে দোয়া কামণা করেছেন।