৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
রোববার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিন ধার্য ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করে। তবে সিটি করপোরেশন নির্বাচন ও পবিত্র মাহে রমজানের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে ১৮ ফেব্রুয়ারি কমিশন সভা হবে। সভায় হয়তো তারিখ ঠিক হতে পারে। যতদূর জেনেছি ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন সভায়।
গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়; চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।
৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এর মধ্যে সহকারী সার্জন হিসেবে ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ১৬ জনকে নেওয়া হবে। এরপরই সবচেয়ে বেশি জনবল নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে এবার। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।