হবিগঞ্জ চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জে বন অধিদপ্তর কর্তৃক টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিল (এলডিএফ) এর চেক হস্তান্তর ও কমিউনিটি উন্নয়ন তহবিলের কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৮ ফেব্রুয়ারী) কালেঙ্গা রেঞ্জ অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন- কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান, কালেঙ্গা বিটের বিট কর্মকর্তা (ফরেস্টার), জুয়েল রানা, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ, সুফল প্রকল্পের (সিএনআরএস) এস.এম. আব্দুল্লাহ আল মামুন, রানীগাঁও ইউপি সদস্য খলিলুর রহমান, সাবেক সদস্য সিরাজুল ইসলাম, সুফল প্রকল্পের (সিএনআরএস) পাবেল কান্তি সরকার।
১০নং মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকারের সভাপতিত্বে ও কালেঙ্গা রেঞ্জের বন প্রহরী বশির আহমেদের পরিচালনা সভায় বক্তব্য রাখেন- চামলতলী গ্রাম সংরক্ষণ ফোরাম (ভিসিএফ) সভাপতি মোঃ আলতা মিয়া, হিমালিয়া ভিসিএফ সভাপতি মোঃ আব্দুল হামিদ, কালেঙ্গা দক্ষিণ টিলা ভিসিএফ সভাপতি মোঃ সানা উল্লা খোকন, কালেঙ্গা উত্তর টিলা ভিসিএফ সভাপতি নূরুল আলম স্বপন, পারকুল গ্রাম সংরক্ষন ফোরাম (ভিসিএফ) সভাপতি মোঃ এখলাছ মিয়া মহালদার ও আব্বাস মিয়া মহালদার এবং ভিসিএফ সদস্য রফিকুল ইসলাম খোকন, মোঃ বাছির মিয়া, আনোয়ার হোসেন, আমজাদ আলী, বাচ্চু মিয়া, তাজুল ইসলাম স্বপন, ইয়াকুত হোসেন রকি, সাইফুল ইসলাম নোমান, শাহীন মিয়া, জুনায়েদ কবির শিপন, জাহাঙ্গীর মিয়া সহ অনেকেই।
সভা শেষে ২৫ জন উপকারভোগীদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের জন্য ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। কালেঙ্গা বিটের চামলতলী, হিমালিয়া, কালেঙ্গা উত্তর টিলা ও কালেঙ্গা দক্ষিণ টিলা ৪টি ভিসিএফ এর জন্য ২টি সেনেটারী টয়লেট নির্মাণ, ৫টি গভীর নলকূপ স্থাপন, স্কুল শিক্ষার্থীদের জন্য ২শ ৪০টি স্কুল ব্যাগ ও ৩১০টি টিফিন বক্স, ৪টি কাঠের ব্রীজ নির্মাণ এবং স্বপন ডাক্তারের বাড়ী হইতে হুগলিয়া ক্যাম্প ও কালেঙ্গা রেঞ্জ অফিস হতে আবুল বাশারের বাড়ী পর্যন্ত, হিমালিয়া বাজার হতে লালকেয়ার পর্যন্ত সহ ৫টি রাস্তায় মাটি ভরাট ও মেরামত উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা।
২৫ জন উপকারভোগীদের মাঝে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর ও কালেঙ্গা দক্ষিণ টিলা সেনেটারী টয়লেট নির্মাণ এবং স্বপন ডাক্তারের বাড়ী হইতে হুগলিয়া ক্যাম্প ও কালেঙ্গা রেঞ্জ অফিস হতে আবুল বাশার এর বাড়ী পর্যন্ত, হিমালিয়া বাজার হতে লালকেয়ার পর্যন্ত সহ ৫টি রাস্তায় মাটি ভরাট ও উন্নয়নমূলক কাজের জন্য বন বিভাগ ও সুফল প্রকল্পের পক্ষ থেকে কমিউনিটি উন্নয়নে ১৫ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
সভায় বক্তারা পরিবেশ ও বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।