ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

বেতন পরিশোধের আশ্বাস, অবরোধ মুক্ত ঢাকা-ময়মনসিংহ সহাসড়ক

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০২:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

সেনাবাহিনীর হস্তক্ষেপে দীর্ঘ প্রায় ৫৪ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে শ্রম মন্ত্রণালয়ের সচিব এস এম শফিকুজ্জামান মুঠোফোনে আন্দোলনরত শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন। 

শ্রমিকদের অভিযোগ শুনে এস এম শফিকুজ্জামান জানান, কারখানার চেয়ারম্যানের সাথে আলোচনা করে তার ব্যক্তিগত সম্পত্তির কাগজপত্র জমা নেওয়া হয়েছে। যার ভিত্তিতে প্রয়োজনীয় ঋণ প্রদান করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোচনার অংশ হিসেবে শ্রমিকদের প্রতিনিধি দল তাদের সমস্যাগুলো সচিবের কাছে তুলে ধরেন। তারা জানান, বকেয়া বেতন না পাওয়ায় তারা আর্থিক কষ্টে পড়েছেন এবং দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। সচিবের আশ্বাসের পরও অনেক শ্রমিক প্রথমে মহাসড়ক থেকে সরে যেতে রাজি হননি, তবে পরে প্রশাসনের অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়া, সেনাবাহিনীর ১৪ ফিল্ড আটিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন ফাহমিদ, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত কমিশনার (অপরাধ) শাহাদাত হোসেন, এবং শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেনসহ অন্যান্য প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের সাথে আলোচনা চালিয়ে যান এবং অবশেষে মহাসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত হয়।

বায়ান্ন/প্রতিনিধি/একে