ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানী বন্ধ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ০৯:৩৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 
 
টানা তিন দিনের বন্ধের ফাঁদে দেশের অন্যতম রপ্তানীমূখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন ১৬ ফেব্রুয়ারি। এই কারণে দু'দেশের ব্যবসায়ীরা ১৫ ও ১৬ ফেব্রুয়ারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও পরদিন ১৭ ফেব্রুয়ারী শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আরো এক দিন বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম। ফলে ১৮ ফেব্রুয়ারী শনিবার থেকে পুণরায় বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও এই তিন দিন দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 
 
 
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'বিধানসভা নির্বাচনের কারণে ত্রিপুরায় পরিবহন সেবা বন্ধ থাকবে। তাই আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।' (ছবি : মেইলে সংযুক্ত)