বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক চিফ হুইপ ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডা. আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
শ্রীমঙ্গল থানায় দায়ের করা মামলায় বুধবার দুপুরে তাঁকে আদালতে তুললে এই আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিছবাউর রহমান।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার পর ২৪
অক্টোবর ২০২৪ সালে ওই এলাকার মো. মাক্কু মিয়ার ছেলে মো. আহাদ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলায় সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফসুফ আলীসহ
৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের নামে একটি মামলা দায়ের করা হয়।
এই মামলায় বুধবার দুপুরে মৌলভীবাজার আদালতে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদকে তুলে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার সরকারী পক্ষের আইনজীবি আবু নছর মোহাম্মদ মাসহুদ জানান, বয়েস বিবেচনায় আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএ