ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

আশুলিয়ায় সিনিয়াটেক্সের এমডির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাসুদ রানা, (সাভার) ঢাকা : | প্রকাশের সময় : শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

১কোটি ১০লক্ষ টাকা পাওনা আদায়ের দাবিতে সিনিয়াটেক্স এর এমডি রবিউল ইসলাম বেলালের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শম্পা বেগমের সংবাদ সম্মেলন। 

বৃহস্পতিবার(১৯সেপ্টম্বর) বিকেলে আশুলিয়ার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিনিয়াটেক্স এর চেয়ারম্যান শম্পা বেগম। 

এ সময় শম্পা বেগম জানান, ২০২১ইং সালের ১লা জানুয়ারি থেকে আশুলিয়ার হাবিব ক্লিনিক এর পাশে পলাশবাাড়ি এলাকায় সিনিয়াটেক্সএ ৬০লক্ষ টাকা দিয়ে ২০শতাংশ শেয়ার বিনিয়োগ করি এবং সিনিয়াটেক্স এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি, আমার বেতন ৬০হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় বিগত দিনে সিনিয়াটেক্স এর এমডি রবিউল ইসলাম আমাকে সামান্য কিছু  টাকা পয়সা দিতো কিন্তু তাতে আমার সংসার চলতো না। আমার বিনিয়োগকৃত টাকার কোন লভ্যাংশও সে দেয়নি, আমি তার কাছে টাকা চাইলে তিনি নানা রকম তালবাহানা করেন,এবং সে রংপুরের ডা.ওয়াজেদ ও  শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের চাচাতো ভাই হাজী শরিফ কে ৫শতাংশ শেয়ার দিয়ে তাদের আওয়ামীলীগের ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে ভয়ভীতি দেখাতো। রবিউল ইসলাম বেলাল নিজেও রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়ন আওয়ামীলীগের মানব সম্পদ সম্পাদক হিসেবে স্ব-পদে বহাল আছেন।  গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ ক্ষমতা হারানোর পর আমি গত ১৩ই সেপ্টেম্বর আশুলিয়ার পলাশ বাড়িতে সিনিয়াটেক্স এ যাই আমার পাওনাদি চাইতে, এ সময় সিনিয়াটেক্স এর এমডি রবিউল ইসলাম বেলাল আমাকে অকথ্য ভাষায় গালাগাল দেয় ও চড় থাপ্পর মেরে ধাক্কাতে ধাক্কাতে চার তলা থেকে নিচে নামিয়ে দেয়।সে তখন  আমাকে নানা রকম  হুমকি দিতে থাকে আর বলে, কোন দিন টাকার বিষয়ে ঐখানে গেলে আমাকে জানে মেরে ফেলবে।এ বিষয়ে আমি আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। 

আর আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমি সাহায্য চাই আপনারা আপনাদের মিডিয়ায় প্রকাশ করুন, আমার ন্যায্য পাওনা শেয়ারের মূল টাকা, লভ্যাংশ ও মাসিক বেতন বাবদ ১কোটি ১০ লক্ষ টাকা টাকা ফেরত চাই। আমি আমার তিনটি বাচ্চা নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছি। খেয়ে না খেয়ে আমাদের দিন কাটছে,আমার ছেলেটা অসুস্থ্য, ডাক্তার বলেছে তাকে বাহিরে নিয়ে চিকিৎসা করতে। তাই আমার টাকা গুলো ফেরৎ চাই।