গ্রেফতারকৃত ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেসনাতনী ধর্মাবলম্বীরা।
মঙ্গলবার বিকেল ৩ টায় মহানগরীর আলুপট্টির মোড়ে মাবনবন্ধনে তারা চিন্ময় দাসের মুক্তি দাবি করেন। এসময় তরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মানবন্ধনে অংশ্রহণকারীরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আবারও তারা আলুপট্টিতে জড়ো হয়। এসময় পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টহল দেয় সেনাবাহিনী।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয়। চিন্ময় দাস সনাতনীদে ৮ দফা দাবি আদায়ে কাজ করতেন। তাকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।