১২ রবিউল আউয়াল, ধূলির ধরায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর শুভ আগমনী দিন। ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের ঐতিহ্যবাহী কুরাইশ বংশে তিনি জন্মগ্রহন করেন। দিনটি পালনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়।
রোববার (০৮ অক্টোবর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলুশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যাণ্ড থেকে জশনে জুলুসের মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পীরে কামেল হজরত শেখ জালাল শাহ (রহ.) এর মাজার শরীফ প্রাঙ্গনে এসে ইসলামী জলসাশেষে নবীজীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আজিজুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা সূফী আহমদ শাহ মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, কাউন্সিলর ওমর ফারুক জীবন, অ্যাডভোকেট মাঈনুদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, নবীজীর জীবনাদর্শ অনুসরণের মধ্যেই মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি নিহিত। তারা ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য নবীজীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহনে বিশ^ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া শেষে সালাতুল সালামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। (ছবি : মেইলে সংযুক্ত)