ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা প্রেসক্লাব নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

উৎসব মুখর পরিবেশে "গাইবান্ধা প্রেসক্লাব" ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩রা আগষ্ট রাত্রে ঘন্টাব্যাপী  গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যালট পেপারের মধ্য দিয়ে  সকল প্রার্থী ও সদস্য তাদের ভোটাধিকার ব্যালট বক্সে প্রদান করেন।

রাত ৮টায় ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ও  উক্ত প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ সভাপতি গৌতমাশিষ গুহ সরকার, নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন নিউজ ২৪ এর প্রতিনিধি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ সভাপতি সাইফুল ইসলাম প্রিন্স ও সহকারি নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পাঠাগার সম্পাদক নাজিম আহমেদ রানা।

এতে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচনে সভাপতি হিসেবে  বিজয়ী হন ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য, সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হন আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিডি গাইবান্ধা ডট নিউজ এর বার্তা সম্পাদক, দৈনিক নতুন দিন, দৈনিক বায়ান্ন ও জাতিরসংবাদ২৪ ডট কম এর জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন মিয়া।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের খবর ও নিউজ এজ পত্রিকার প্রতিনিধি শামীম উল হক শাহীন, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল ইসলাম,, সাধারন সম্পাদক পদে
প্রতিদ্বন্দ্বিতা করেন- বৈশাখী টিভির প্রতিনিধি ও গন মানুষের খবর পত্রিকার সম্পাদক এস,এম বিপ্লব ইসলাম,, যুগ্ন সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- দীপ্ত টিভির প্রতিনিধি ভবতোষ রায় মনা ও এশিয়ান টিভির প্রতিনিধি মাসুম লুমেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলা টিভির প্রতিনিধি জাহিদ খন্দকার।

অন্যান্য সদস্যদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে কায়ছার প্লাবন, সাংগঠনিক সম্পাদক ফারহান শেখ, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, দপ্তর সম্পাদক এ,কেএম সালাউদ্দিন কাশেম,সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল রহমান জনি, ক্রিড়া সম্পাদক মশিউর রহমান মিঠু।  কার্যকরি সদস্যরা হল কাজী জিয়াউল হাফিজ, মাসুদ মুকুল, রিজন তালুকদার, সরকার মো: শহিদুজ্জামান।