ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

কর্ণফুলীতে গোসলে নেমে দুই কিশোর নিখোঁজ

রকিব উদ্দিন রকি, রাঙামাটি | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই কিশোর পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সীতার ঘাট শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোররা হলেন, চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) এবং তার মাসিতো ভাই প্রিয়ন্ত দাশ। শাওন চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র।

ঘটনাস্থলে থাকা শাওনের সহপাঠী প্রীতম ঘোষ জানান, তারা মোট ৯ জন বন্ধু মিলে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট ভাড়া করে কাপ্তাইয়ে ভ্রমণে যান। সীতার ঘাটে পৌঁছানোর পর ৪ জন কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। এর মধ্যে দুইজন নিরাপদে উঠলেও শাওন এবং প্রিয়ন্ত তলিয়ে যান।

দুপুর ৩টা পর্যন্ত নিখোঁজ দুই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় কাপ্তাই ফায়ার সার্ভিস, থানা পুলিশ, এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ এবং চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সীতার ঘাট শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ বলেন, কর্ণফুলীর এই জায়গাটি বেশ গভীর এবং পর্যটকদের সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। নিখোঁজ কিশোরদের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ