বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় নীলফামারীর জলঢাকা পৌর শহরের সরকারী হাইস্কুল মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
সভায় তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের চাওয়া-পাওয়া বাস্তবায়নে সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০০০-এও বেশি মানুষের জীবন গেছে, ২০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের পরিবারগুলো দেশের বিভিন্ন সংস্কারের বিষয়ে কথা বলেছেন। আমরা সেই সংস্কারের দাবী পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি।
আসিফ মাহমুদ আরো বলেন, গণঅভ্যুত্থানে যে এক দফা ছিল, সে এক দফা ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশের সব প্রতিষ্ঠান প্রায় ধ্বংস করা হয়েছে, তাই সংস্কারের কাজ অত্যন্ত জরুরি।
তিনি জলঢাকা উপজেলার উন্নয়ন নিয়ে বলেন, আমাদের দেশে প্রায় ৪০ শতাংশ কাচা রাস্তা পাকা করণ বাকি রয়েছে, জলঢাকা উপজেলায়ও ৪০ শতাংশ রাস্তা পাকাকরণ বাকি। আমরা দ্রুতই এই কাজগুলো সম্পন্ন করতে কাজ করব।
এছাড়া, জলঢাকায় শিক্ষার মান উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে একটি লাইব্রেরি ও স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। আমরা এসব অঞ্চলে দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিয়ে কাজ করব, যাতে আগামীতে জনগণ সেগুলোর সুফল ভোগ করতে পারে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নাইরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তারা।
বায়ান্ন/প্রতিনিধি/একে