ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

খুরশিদ জাহান হক চকলেটের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার

ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৬:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে গিয়ে সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হক চকলেটের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার পিতা মরহুম ইস্কান্দার মজুমদার এবং মাতা মরহুমা রত্নগর্ভা তৈয়বা মজুমদারের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন। 

কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি আবু বকর সিদ্দিক, মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশীদ কালু, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

এ সময় বিএনপির নেতা-কর্মীরা প্রয়াত নেত্রী ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।

বায়ান্ন/প্রতিনিধি/একে