ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ‘প্রলয় গ্যাং’র সদস্য তবারক

আকিব সুলতান অর্নব, জাবি | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৬:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই বান্ধবীসহ ঘুরতে এসে আটক হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত অপরাধচক্র ‘প্রলয় গ্যাং’র অন্যতম সদস্য তবারক মিয়া। পরে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর।

তিনি বলেন, আশুলিয়া থানায় তার নামে কোনো মামলা নাই। শাহবাগ থানার মামলার বাদী আরমান তার অভিযোগ তুলে নিয়েছেন বিধায় তিনিও তাকে ছেড়ে দিতে অনুরোধ করেছেন। আর শাহবাগের মামলার তদন্ত কর্মকর্তাও তাকে ছেড়ে দিতে বলেছেন। তাই আশুলিয়া থানা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। 

তিনি আরও বলেন, তার কাছে যে গাঁজা পাওয়া গেছে, তা পরিমাণে কম। তাই প্রাথমিকভাবে সতর্ক করে এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জাবি শিক্ষার্থীরা।